ভারতীয় শিশু দিবস ও শিশু খাদ্য সুরক্ষা

ভারতীয় শিশু দিবস ও শিশু খাদ্য সুরক্ষা

কিছু কথা একেবারে না বললেই চলে না...
১৯৬৪সালের পর থেকেই পন্ডিত নেহেড়ুর জন্মদিন উপলক্ষে পালিত হয় এই বিশেষ দিনটি কমবেশী সকলেরই জানা, তবে এবার আসল কথাতে আসা যাক এই দিনটির সাথে মরা টিকটিকির কি সম্পর্ক বিশ্লেষনে দেখা যাক আর প্রতিকার বা কি ??
#Gappaywale

প্রতিটি মানুষই শিক্ষা সচেতন ভবিষ্যত নিয়ে তৎপর তার শিশুর জন্য, তাই আমরা যুগের পরিবর্তনে বিশ্বাসী সাথে উন্নত
শিক্ষার প্রসার ঘটাতে প্রতিটি পাড়ায় গড়ে ওঠা বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের সরণাপন্ন এবেশ ভালো ব্যাপার শিক্ষা উন্নত না হলে জীবন উন্নত হবে কিভাবে ?? 
এ এক বড়ই কঠিন প্রশ্ন আমরা যতই উন্নত হয়না কেন কিছু এমন পরিস্থিতিতে হার মানি সেটা হয়তো আমাদের মানায় না।


প্রতিটি এমন উন্নত সন্তানের বাড়ীতে যদি ঢুঁ মারা যায়, কমবেশী তাদের ফ্রিজে অবশ্যই জায়গা করে নিয়েছে কিছু প্যাকেটজাত পানীয়। অবশ্যই কোনো পানীয় নিয়ে অসুবিধা কিছুই নেই কিন্তু কতটা সুরক্ষিত ঐ প্যাকেটজাত পন্য এটাই প্রশ্ন চিহ্ন ছুঁড়ে দেয় এক সচেতন অভিভাবকের দিকে। 

এমন কোনো অভিভাবক নেই যিনি শোনেন নি মৃত জীব পাওয়া গেছে এই পানীয়ের প্যাকেটে কিন্তু তবুও আমরা মুখ ফিরিয়ে নিতে পারিনি কারন এটি সহজলভ্য হাত বাড়ালেই শান্তি পায় আমরা । 

তবে প্রতিকার কি...
বাড়ীতে যদি আমরা কঠিন খাদ্যের পাশাপাশি নিয়মিত তাদের চাহিদা অনুযায়ী পানীয়ের আবদার মেটাতে পারি হয়তো, এই মৃত জীবের স্বাদ কম পেতে পারি। 
মুঠোফোনে রেসিপি হাজারো কিন্তু শিখবে কে ??
যখন রীলের দুনিয়ার মেতে আছে জগৎজননী। 

তবে খাদ্য সুরক্ষা নিশ্চিত কি কোনো সরকার ই করতে পারেন না এই বিষয় কখনোই নিশ্চিত নয় খাদ্য সুরক্ষিত বহু আইন ও বিধি নিয়মিত পরিবর্তন করা হচ্ছে এই বিষয় গুলো আরো কমানোর জন্য কিন্তু একেবারেই নিশ্চিত সম্ভবপর নয়। 

তাই আজ থেকেই বানাতে শিখুন চটপট কিছু রেসিপি যেটা শুধু শিশুর দোহায় দিয়ে,স্বাদ নিতে পারেন আপনিও। নজর রাখুন আমাদের ব্লগে। 

আপনার শিশু সুরক্ষিত থাকুক আগামীর জন্য।


#childreansdayindia #india  #14thnov
#happychildreansday
#panditjaharlalneheru
#2022
#foodsafety #remove #drinks #packetdrinks



© রাজকুমার প্রামাণিক



Comments

Popular posts from this blog

রেফ্রিজারেটর খাদ্য সুরক্ষিত রাখার কিছু নিয়ম